
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৫, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
মো: আসাদুল ইসলাম, কবি নজরুল কলেজ প্রতিনিধিঃ
বৃহস্পতিবার বিকেলে হঠাৎ শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে রাজধানী ঢাকাসহ দেশের বড় বড় শহরে সৃষ্টি হয়েছে অস্থায়ী জলাবদ্ধতা। মাত্র এক থেকে দেড় ঘণ্টার টানা বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় হাঁটু সমান পানি জমে যায়, যার ফলে তীব্র যানজটের কবলে পড়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো।
পুরান ঢাকার বিভিন্ন এলাকায় পানির নিচে তলিয়ে যায় রাস্তাঘাট। যানবাহনের ধীর গতি, কোথাও কোথাও পুরোপুরি থমকে যাওয়া ট্র্যাফিক এবং বিকল হয়ে পড়া গাড়ির দৃশ্য এখন সাধারণ।
বৃষ্টির সময় অফিস ছুটির ঘণ্টা পড়ায় দুর্ভোগ চরম আকার ধারণ করে। শহরের ব্যস্ত সড়কগুলোতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়েছে কর্মজীবী মানুষকে। কোনো কোনো যাত্রীর জন্য ২০ মিনিটের পথ পার হতে সময় লেগেছে আড়াই ঘণ্টা।
নগরবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতি বছর এমন হয়। একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। অথচ সমস্যা সমাধানে কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ে না।”
এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এ বৃষ্টিপাত আরও অব্যাহত থাকতে পারে। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে দুর্ভোগ আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও অপরিকল্পিত নগরায়ণকে দায়ী করছেন নগর পরিকল্পনাবিদরা। তারা বলছেন, সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন ছাড়া শহরের জলাবদ্ধতা সমস্যা থেকে মুক্তি সম্ভব নয়।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও উঠেছে তীব্র প্রতিক্রিয়া। অনেকেই ভিডিও ও ছবি পোস্ট করে জানিয়েছেন রাস্তায় আটকে থাকার ভোগান্তির কথা।
শহরবাসীর প্রশ্ন—সামান্য বৃষ্টিতেই যদি শহর এভাবে অচল হয়ে পড়ে, তবে বর্ষাকালে কী অবস্থা হবে?
মন্তব্য করুন