
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বার, ২০২৫, ০১:১৩ এ এম
অনলাইন সংস্করণ
মোঃ একরামুল হক
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা:
হাটহাজারী উপজেলা প্রশাসন দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ দোকানপাট ও রাস্তা অবরোধকারীদের অর্থদণ্ড প্রদান করেছেন।
কাচারি সড়ক ও পৌরসভা এলাকায় অনুষ্ঠিত অভিযানে মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ক্ষমতা বলে ৪ জনকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৯১ ধারায় ৮,০০০ টাকা করে জরিমানা করেছেন। তারা রাস্তায় অবৈধভাবে দোকান বসিয়ে ফুটপাত দখল করায় যানজট সৃষ্টি করছিল।
সাথে রাত ১১:৫০ মিনিটে এরশাদ প্লাজা এলাকায় মোবাইল কোর্টে মোঃ শাহজাহানকে সরকারি রাস্তার উপর বেআইনিভাবে বালু রেখে যান চলাচল বাধাগ্রস্ত করার অভিযোগে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনগণের স্বাভাবিক চলাচল ও সড়ক ব্যবস্থার স্বচ্ছতার জন্য এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।
মন্তব্য করুন