
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বার, ২০২৫, ০১:০৪ এ এম
অনলাইন সংস্করণ
মিঠাপুকুর(রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুরে আসন্ন শারদীয় দুর্গাপুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার( ভূমি) মুলতামিস বিল্লাহ । সভায় বক্তব্য রাখেন,জেলা জামাতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী,মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিক, মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান রিপুল, উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক আবু বকর সিদ্দিক ,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মমিনুল ইসলাম, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার আহবায়ক হর কুমার চন্দ্র বর্মন, উপজেলা পুজা উদযাপন কমিটির সদস্যদের মধ্যে স্বপন চন্দ্র সরকার, যতীন্দ্রনাথ বর্মন, তপন কুমার সরকার প্রমুখ। সভায় মিঠাপুকুর উপজেলার ১৭ টি ইউনিয়নে ১‘শ ৪০ টি পুজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, সেনাবাহিনীর নেতৃবৃন্দ ও উপজেলার পুজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন শারদীয় দুর্গাপুজাকে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত করার জন্য বিস্তর আলোচনা ও পদক্ষেপ গ্রহন করা । শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার প্রতিটি পুজা মন্ডপে ৫'শ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়।
মন্তব্য করুন