
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বার, ২০২৫, ১২:৫৮ এ এম
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিনিধি:
প্রায় দুই ডজন মামলার আসামী চিহ্নিত প্রতারক নারায়ণগঞ্জ মহানগর এলডিপির সভাপতি পরিচয়দানকারী কামাল প্রধান আইনের ফাঁক ফোঁকরে জামিনে বেরিয়ে আবারও নানা অপকর্ম করে বেপরোয়া হয়ে উঠেছে। কখনো সিটি মেয়র, কখনো এমপি প্রার্থী আবার কখনো ম্যাজিস্ট্রেট এবং সাংবাদিক পরিচয়ে জনসাধারণের সাথে প্রতারনা করে পেশা এবং নেশায় আসক্ত হয়ে ক্ষতি করছে নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ী এলাকার আবুল প্রধানের ছেলে কামাল প্রধান (৪৬) এর বিরুদ্ধে স্ট্যাম্প ও জাল দলিল সৃজন, বিদেশে নেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ, চেক ডিজঅনার, মারামারি, চাঁদাবাজি, নারী কেলেঙ্কারিসহ বহু মামলা রয়েছে। এজাহারভুক্ত আসামী হিসেবে বেশ কয়েকবার গণধোলাই খেয়ে জেল খেটে আইনের ফাঁক ফোঁকরে জামিনে বেরিয়ে পূর্বের ন্যায় আবারও প্রতারণা এবং ব্ল্যাকমেইলিংয়ের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জারে বিভিন্ন মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মানহানী করছে। এছাড়াও প্রায় ১৫-২০ টির মতো ভুয়া ফেক আইডি খুলে টার্গেট ভিত্তিক মানুষদের সম্মানহানী করে ক্ষয়-ক্ষতি করছে। বাটপার কামালের বিরুদ্ধে সিআর মামলাগুলোর মধ্যে ৯৭/২৫, ধারাঃ ৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৩৮৫/৫০৬(২), মামলা নং-৬২৫/২৫, ধারাঃ ৪০৬/৪২০/৫০৬/৩৪ দঃ বিঃ, মামলা নং-১২০/১৯, ধারাঃ ৪০৬/৪২০/৫০৬, মামলা নং-৭৮৯/১৮, ধারাঃ ১৩৮, মামলা নং-৫৯১/১৯, ধারাঃ ৫০০/৫০১, মামলা নং-৯৮০/১৮, ধারাঃ ১৩৮, মামলা নং-৯৮১/১৮, ধারাঃ ১৩৮, মামলা নং-৯৯/২০২৩, ধারাঃ ৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯, মামলা নং-৯২৬/২০২১, ধারাঃ ১৩৮, মামলা নং-৫৮৪/২৩, ধারাঃ ৫০০/৫০১/৫০২, মামলা নং-১৮৯/২৪, ধারাঃ ১০৭/১১৪/১১৭(গ), মামলা নং-৪৩১/২৩, ধারাঃ ১০৭/১১৪/১১৭(গ), মামলা নং-৪১/১৯, ধারাঃ ৪৬৭/৪৬৮/৪৭১/৫০৬, বন্দর থানার মামলা নং-৪৫(১০)১৯, ধারা ঃ ৪৬৭/৪৬৮/৪৭১/৪২০/৪০৬/৫০৬/৩৪, দেওয়ানী মামলা নং-১৩৮/২১, সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-৩৬(৮)২১, ধারা ঃ ৪০৬/৪২০/৫০৬, সোনারগা থানার মামলা নং-৩১(৮)২৩ ধারাঃ ১৪৩/১৪৯/১৮৬/৩৫৩/৩৩২/৩০৭/৪২৭/১০৯/১১৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিষ্ফোরক দ্রব্য আইনের ৩/০৬, দেওয়ানী মামলা নং-৬০/১৭, নন প্রসিকিউশন মামলা নং-১৮/২৪, ধারাঃ ৩২৩/৪২৭/৫০৬(২), মামলা নং-৫৮/২৪, ধারাঃ ৪০৬/৪২০/৫০৬/৩৪, সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-১৬(১)২৫, ধারাঃ ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ এছাড়াও আরো লিখিত অভিযোগ, জিডি এবং ব্যাংক প্রতারণার নিলাম বিজ্ঞপ্তি সহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে বস্তুনিষ্ঠ সংবাদ। তারপরও এই প্রতারক বারংবার জেলখেটে জামিনে বেরিয়ে প্রকাশ্যেই ঘোরাফেরা করে আবারও পূর্বের ন্যায় অপকর্ম চালিয়ে যাচ্ছে। ফেসবুকের ফেক আইডি গুলো পলাতক কামালের অস্ত্র বানিয়ে মানুষের চরিত্র হরন করাই তার প্রধান কাজ। এদিকে আদালত দুটি মামলায় বর্তমানে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে কামালের বিরুদ্ধে। যে কোন সময় আইন শৃঙ্খলা বাহিনী কামালকে গ্রেফতার করতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে ভুক্তভোগীরা জানায় প্রতারক কামাল প্রধানকে যে কোন মূল্যে আমরা আটক করে উত্তম মাধ্যম দিয়ে ল্যাংটা করে জনসম্মুখে তার ফিরিস্তি তুলে ধরে জুতার মালা পড়িয়ে ঘুরাবো এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিব। প্রতারক কামাল পালিয়ে বেড়াবে কত দিন? অন্যদিকে কুলাঙ্গার কামাল প্রধানের ছেলে বখাটে হাফিজকেও খুজছে পুলিশ। হাফিজের বিরুদ্ধে থানায় দুটি ফৌজদারী এবং দুটি পিটিশন মামলা রয়েছে। বাপ ও পুতকে দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের নিকট জোরালো আহ্বান জানিয়েছে নারায়ণগঞ্জের সচেতন মহল।
মন্তব্য করুন