রুপালী প্রতিবেদক

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৪, ০২:২৬ পিএম

অনলাইন সংস্করণ

১৪ দিন পর চালু হলো ফেসবুক

ছবি: সংগৃহীত

১৪ দিন পর দেশে চালু হলো ফেসবুক। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। তার পাঁচদিন পর ব্রডব্যান্ড এবং ১০ দিন পর মোবাইল ইন্টারনেট চালু হলেও বন্ধ ছিল ফেসবুক, টিকটকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম। 

বুধবার (৩১ জুলাই) দুপুর ২টার পর দেশ স্বাভাবিক নিয়মে ব্যবহার করা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো।  ব্রডব্যান্ড সংযোগ চালুর পর থেকে অবশ্য ভিপিএন ব্যবহার করে একটি বড় সংখ্যক মানুষ ফেসবুক ও বন্ধ থাকা  সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ব্যবহার করতে পেরেছেন। 

উল্লেখ্য, আজ বিকেলের মধ্যেই চালু হচ্ছে ফেসবুক, বলে জানন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

 

আরবি/এস 

মন্তব্য করুন