
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৫, ১১:৫৭ এ এম
অনলাইন সংস্করণ
মোঃ একরামুল হক, হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারীতে বসতবাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে শফিউল আলম (৬৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় তার ১৫ বছর বয়সী ছেলে রবিউলও গুরুতর আহত হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ধলই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তিতাগাজী বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শফিউল আলম ওই এলাকার মৃত সুলতান আহমদের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, বিকেলে শফিউল আলম তার ছেলে রবিউলকে সঙ্গে নিয়ে ঘরের কাজ করছিলেন। এসময় প্রতিবেশী মো. সেলিম ও তার ছেলে সজিব উদ্দিন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। তারা পিতা-পুত্রকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শফিউল আলমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রবিউলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে হাটহাজারী মডেল থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. মহিন উদ্দিন বলেন, “আমি দীর্ঘদিন ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি, তবে কখনো এমন কোনো বিরোধ বা অভিযোগ পাইনি। তারা আত্মীয় ছিল, হঠাৎ এমন ঘটনা খুবই দুঃখজনক।”
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ। তিনি বলেন, “অপরাধীরা যেই হোক, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।”
এদিকে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় রাত আটটা পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছিল বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
মন্তব্য করুন