
প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ
আবু ছাইদ, ডোমার প্রতিনিধিঃ
মামলা তুলে নেওয়ার হুমকি সহ রাতের অন্ধকারে বাদীর বসতবাড়ি ভিটের উপরে এলোপাথাড়ি ইট পাথর নিক্ষেপ করে ভয় ভীতি সঞ্চার করছে বলে জানিয়েছে বাদী পক্ষ। একটি চক্র বাদীকে মুঠোফোনের মাধ্যমে ও প্রকাশ্যে মামলাটি মীমাংসা করার জন্য জোর চেষ্টা চালাচ্ছে এতে বাদীপক্ষ হতে কোন রূপ সারা না মিললে দেখাচ্ছেন নানারকম ভয় ভীতি। এ বিষয়ে বাদী রফিকুল ইসলাম ও তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বললে জানা যায় বিবাদীদের পক্ষে একটি বড় চক্র কাজ করছে। আরো জানিয়েছে আমাদেরকে পথে-ঘাটে ও বাড়িতেও এসে বিভিন্ন প্রলোভন ও ভয় ভীতি দেখাচ্ছে এতে করে আমরা বেশ আতঙ্কিত দিনাতিপাত করছি।
উল্লেখ্য যে, নীলফামারী জেলার চিলাহাটি ভোগডাবুরী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ৫ এপ্রিল বিকেল ৩ ঘটিকায় রফিকুল ইসলামের নাবালিকা শিশু কন্যা ফাতেমা আক্তার (৫) কে পার্শ্ববর্তী বাড়ির ফজলুল হকের পুত্র রনি ইসলাম (২৮) জোর পূর্বক ভুট্টা ক্ষেতে টেনে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করে শিশুটির চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে হেলাল মিয়া ও শফিকুল ইসলাম শব্দ করতে করতে দৌড়ায় গেলে বিবাদী ঘটনায়স্থল থেকে পালিয়ে যায় অতঃপর শিশুটির শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করে এবং গত ৬ এপ্রিল মেডিকেল ছাড়পত্র নিয়ে ডোমার থানায় একটি মামলা রুজু করেন যাহার মামলা নাম্বার ০৪/ ২০০৩ এর ৯/৪(খ) বাদীপক্ষ সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলেন যে আমরা এর ন্যায় বিচার চাই।
এ ব্যাপারে দৈনিক আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি মামলায় নিযুক্ত (আই,ও) উৎপল রায়ের কাছে মামলা সংক্রান্ত বিষয়ে অগ্রগতি জানতে চাইলে তিনি বলেন আমাদের প্রশাসনিকভাবে এসপি স্যার মহোদয়ের কঠোর নির্দেশ আছে আসামি গ্রেফতার করার জন্য। আমরা আসামীকে ধরার চেষ্টা করছি আসামীর অবস্থান শনাক্ত হলেই তাকে ধরে জেল হাজতে প্রেরণ করব।
মন্তব্য করুন