প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৪:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

ক্রিকেটারদের সঙ্গে বিশেষ বৈঠকে বিসিবি সভাপতি

 

 ক্রীড়া ডেস্কঃ

আজ সকাল থেকেই ক্রিকেটারদের আনাগোনায় বেশ সরগরম ছিল মিরপুর শের-ই-বাংলা। 

বেলা এগারোটা নাগাদ উপস্থিত হন তামিম ইকবাল। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমানদের পাশাপাশি দেখা যায় নাঈম শেখকে।

একাডেমি ভবনে আলোচনায় বসেন ক্রিকেটাররা। যা চলে দীর্ঘক্ষণ। এরপর জুমার নামাজের বিরতির পর ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বৈঠকে ছিলেনআম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুও। মিটিং শেষে জানা যাবে বিস্তারিত।

শোনা যাচ্ছে, প্রিমিয়ার লিগে গত কয়েক দিনে তাওহিদ হৃদয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে গণমাধ্যমে কথা বলতে পারেন তামিম। 

প্রসঙ্গত, অসুস্থতায় ছিটকে যাওয়ার আগে মোহামেডানের নেতৃত্বে ছিলেন টাইগার সাবেক এই ওপেনার। 

 

মন্তব্য করুন