
প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:
নরসিংদীর মনোহরদীতে চালাকচর বহুমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এস.এস.সি পরীক্ষায় দায়িত্বরত অবস্থায় হার্ট অ্যাটাকে এনামুল হক বাদল নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
বৃহঃবার(২৪ এপ্রিল)সকালে উপজেলার চালাকচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনাটি ঘটে। মৃত এনামুল হক বাদল চালাকচর বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি উপজেলার বড়চাপা ইউনিয়নের আলোয়াকান্দী গ্রামের মৃত আয়নল হক এর ছেলে। এই হৃদয় বিধারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ ঘটনায় মনোহরদী উপজেলা প্রশাসন এর পক্ষে শোকবার্তা প্রেরণ করেন,উপজেলা নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল-জিহান।
তিনি এক শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং উনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
মন্তব্য করুন