রূপালী বিশ্ব

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৪, ০৪:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো ক্যানসারে আক্রান্ত এক রোগীর স্বরযন্ত্র প্রতিস্থাপন

স্বরযন্ত্র প্রতিস্থাপন: কথা ফিরল কেদিয়ানের মুখে

ছবি: সংগৃহীত

‘আমি বেঁচে ছিলাম, কিন্তু জীবন্ত ছিলাম না। কোথাও গেলেই আমি মানুষের সঙ্গে কথা বলা পছন্দ করি। আর আমি পারছিলাম না। খুব বিস্মিত হতে থাকলাম, এরপর বাইরে যাওয়াই ছেড়ে দিই।’

বলছিলেন, যুক্তরাষ্ট্রের মার্টি কেদিয়ান।

প্রায় ১০ বছর আগে ক্যানসারে আক্রান্ত হন তিনি। এরপর অবশ্য বেশ কয়েকটি অস্ত্রপচার হয়েছে তাঁর শরীরে। তবে এবারের অস্ত্রপচারটি ছিল ভিন্ন, কারণ এতে কথা বলার ক্ষমতা হারান যুক্তরাষ্ট্রের মার্টি কেদিয়ান।

কেদিয়ানের স্বরযন্ত্রে এক ধরনের ক্যানসার ধরা পড়ার পর গত ফেব্রুয়ারিতে অস্ত্রপচারে সেটি কেটে ফেলে হয়। 

ভাগ্যের কাছে হার মেনে আক্ষরিক অর্থেই কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রের মার্টি কেদিয়ানের। তবে ফের কপাল ফিরেছে তাঁর। স্বরযন্ত্র প্রতিস্থাপনের মাধ্যমে এখন আগের মতোই কথা বলতে পারছেন তিনি।

ম্যাসাচুসেট্স রাজ্যের ওই ব্যক্তির ’ভয়েস বক্স’ বা স্বরযন্ত্র প্রতিস্থাপনের মধ্য দিয়ে বিজ্ঞানীরাও প্রথম বারের মতো এ ধরনের অস্ত্রপচারে সফলতার মুখ দেখলেন বলে শুক্রবার প্রতিবেদনে জানিয়েছে ইউএসএ টুডে।

গত সপ্তাহের শুরুতে অস্ত্রোপচারের ঘোষণা দিয়ে মায়ো ক্লিনিক। একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রথমবারের মতো ক্যানসারে আক্রান্ত এক রোগীর স্বরযন্ত্র প্রতিস্থাপন করা হয়েছে। ছয়জন চিকিৎসক ২১ ঘণ্টারও বেশি সময় ধরে জটিল এই অস্ত্রোপচার করেন।

হাসপাতালটির চিকিৎসক ডা. ডেভিড লট বলেন, ‘স্বরযন্ত্র সত্যিই এমন একটি ইউনিটের অংশ বা আমি বলতে চাই, একটি সত্যিকারের বায়োমেকানিকাল কাঠামো। এখানে সমস্যা দেখা দিলে আরও নানা সমস্যা হতে পারে।’

এরই মধ্যে কেদিয়ানের ৬০ শতাংশ কথা বলার সক্ষমতা ফিরে এসেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাকিটাও হয়তো সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।

 

তথ্য: ইউএস টুডে

মন্তব্য করুন