প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৪, ০২:১৮ পিএম

অনলাইন সংস্করণ

সৌদি আরবের সাথে মিল রেখে ঝিনাইদহে ঈদ

ছবি: রূপালী বাংলাদেশ

সৌদি আরবের দেশের সাথে মিল রেখে ঝিনাইদহে কয়েকটি গ্রামের মানুষ আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। 

বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৭ টায় হরিণাকুন্ডু উপজেলা মোড় সহ কয়েকটি এলাকায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন এলাকার প্রায় শতাধিক মুসল্লি।

নামাজ পড়তে আশা মো: মিজানুর রহমান রুপালী বাংলাদেশকে জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা কয়েক বছর ধরে ঈদ জামাতের আয়োজন করে থাকেন। হরিণাকুন্ডু উপজেলার কুলবাড়ীয়া, নারায়নকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়ীয়া, ফলসী, পায়রাডাঙ্গা,পারবতীপুর, নিত্যানন্দরপুর সহ রাজশাহী জেলা থেকেও প্রায় শতাধিক মুসল্লি নামাজ পড়তে আসছে। এ ছাড়াও হরিণাকুন্ডুর ভালকী বাজার ও চরপাড়া এলাকায় ঈদের নামাজ আদায় অনুষ্ঠিত হয়েছে।

ঈদের জামাত কমিটির সভাপতি বজলুর রহমান বলেন, আমরা কোন দল বা মতকে অনুসরণ করিনা, রসূল (স.) এর পথ দেখানো পথেই আমরা চলার চেষ্টা করি, আমরা চাঁদ দেখে রোজা করি এং ঈদের জামাত আদায় করি।

ঈদ জামাতের ইমাম রেজাউল ইসলাম জানান, পৃথিবীর যেকোনো জায়গায় চাঁদ দেখা গেলেই আমরা রোজা ও ঈদ উদযাপন করি। চাঁদ কোন দেশের না বরং চাঁদ ওঠে আসমানে সেটা যেখান থেকেই দেখা যাক না কেন আমরা সেটাই মেনে চলি। 

হরিণাকুন্ডু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান রুপালী বাংলাদেশকে জানান, হরিণাকুন্ডুতে তিনটি জায়গায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে কিছু মুসল্লি ঈদের নামাজ আদায় করেন । আমরা নিরাপত্তার জন্য ঈদের সেখানে পুলিশ মোতায়েন করেছি। 

মন্তব্য করুন