
প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ
মোঃ ইব্রাহিম প্রতিনিধি সেনবাগ নোয়াখালী :
নোয়াখালীর সেনবাগ পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়।আজ বুধবার ( ৯ জুলাই ) বেলা ১১টায় নোয়াখালীর সেনবাগ পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট সভা পৌরসভার সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সেনবাগ পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর ওয়ার্ডের সহায়তা প্রদানকারী দায়িত্ব প্রাপ্ত অফিসার- সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: খুরশীদ আহাম্মদ বাবুল, সেনবাগ পৌর সভার সাবেক কাউন্সিলর মো: কামাল উদ্দিন বাবুল, সাবেক কাউন্সিলর মো: জাহিদুল হক সবুজ, সাবেক ছাত্র নেতা ভিপি মফিজুর রহমান, পৌর নাগরিক জাহিদ হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, পৌর ওয়ার্ডের সহায়তা প্রদানকারী দায়িত্ব প্রাপ্ত অফিসার- উপজেলা সমাজসেবা অফিসার মো: বোরহান উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো : আনোয়ার পারভেজ , উপজেলা প্রকৌশলী শাহিনুর আলম, পৌরসভার হিসাব রক্ষক মো: জামাল উদ্দিন, সেনবাগ পৌর গণ্যমান্য নাগরিকবৃন্দ, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ।
বাজেট সভায় পৌর প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম সেনবাগ পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বিস্তারিত পাঠ করেন। বাজেটের সার-সংক্ষেপে বলেন, রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৪,৯৮,২৩,৫৩৫/- টাকা। সরকারী খাতে উন্নয়ন অনুদান, অফিস ভবন ও জলবায়ু প্রকল্প খাতে অনুদান ধরা হয়েছে ৪৬,৬৫,০০,০০০/- টাকা। অন্য দিকে, রাজস্ব ও উন্নয়ন খাতে প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ৬,৪৪,০৬,৭৭৪/- টাকা সহ সর্বমোট ৫৮,০৭,৩০,৩০৯/- (আটান্ন কোটি সাত লক্ষ ত্রিশ হাজার তিনশত নয়) টাকা। অপরদিকে, রাজস্ব খাতে কর্মকর্তা/কর্মচারীর বেতন ভাতা ও অন্যান্য খরচ সহ ব্যয় ধরা হয়েছে ৪,৫৬,০৯,০৩০/- টাকা। উন্নয়ন খাতে ব্যয় ৪৬,৬৫,০০,০০০/- টাকা। সমাপ্তি স্থিতি ধরা হয়েছে ৬,৮৬,২১,২৭৯/- টাকা। মোট বাজেট ধরা হয়েছে ৫৮,০৭,৩০,৩০৯ /- (আটান্ন কোটি সাত লক্ষ ত্রিশ হাজার তিনশত নয়) টাকা ।
মন্তব্য করুন