
প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ
মোঃ একরামুল হক হাটহাজারী চট্টগ্রাম সংবাদদাতা:
উত্তর চট্টলার ঐতিহ্যবাহী হাটহাজারী উপজেলার একমাত্র ক্লাব চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের অনুমোদনপ্রাপ্ত সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠান “মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতি” কর্তৃক আয়োজিত সংগঠনের সাবেক সভাপতি ও আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম’র পৃষ্ঠপোষকতায় সৈয়দ মসউদ উল্লাহ মাস্টার স্মৃতি গোল্ডকাপ টুর্ণামেন্ট ২০২৫ এর কোয়াটার ফাইনালের ৪টি খেলা মির্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে। উক্ত ফাইনাল কোয়াটার ফাইনাল খেলায় নাজির হাট তরুণ সমাজকল্যাণ একাতা সংঘ ফুটবল একাদশ ট্রাই বেকারে চারিয়া খোয়াড় কল্যাণ সমিতিকে, হাজি বদিউর রহমান কোম্পানী স্মৃতি ফুটবল একাদশ ২-০ গোলে পশ্চিম এনায়েতপুর ফুটবল একাদশকে, রাউজান গহিরা টিম ওয়ারিয়ার্স ট্রাই বেকারে গুমান মর্দন ফুটবল একাডেমিকে এবং মির্জাপুর তালুকদার পাড়া ফুটবল একাদশ ১-০ গোলে ওবাইদুল্লাহ নগর ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইলে উন্নীত হয়। উক্ত খেলাগুলোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ, মির্জাপুর জয়নুল উলুম মোমেনিয়া মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি মির্জা শাহেদ আলী টিপু, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মুহাম্মদ আবুল কালাম মানিক, সাবেক কৃতি ফুটবলার ও ক্রীড়া সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু, ফুটবলার অপু বড়ুয়া, ফুটবলার মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ নুরুল আলম, সমাজ সেবক মুহাম্মদ আবুল বশর, মুহাম্মদ ফয়সাল প্রমুখ। উক্ত খেলার পৃষ্ঠপোষক সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেন, উত্তর হাটহাজারীকে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য মুক্ত রাখতে যুব ছাত্র সমাজকে ক্রীড়ামুখী করায় আমাদের মূল লক্ষ্য। অত্র এলাকা থেকে যাতে ভাল খেলোয়াড় তৈরি হয় সে লক্ষ্য আগামীতেও আমাদের কর্মকাণ্ড সঠিক পথে পরিচালিত হবে। সংগঠনের প্রধান পৃষ্ঠাপোষক সৈয়দ ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ক্রীড়ার মাধ্যমে হাটহাজারি সাজানোর জন্য খেলোয়াড় সমিতির এই উদ্যোগ প্রশংসনীয়। মির্জা শাহেদ আলী টিপু বলেন, খেলাধুলার মাধ্যমে আগামীতে সকল বৈষম্য ও অনিয়ম দুর হবে বলে প্রত্যাশা করি। সংগঠনের সভাপতি ব্যাংকার মুহাম্মদ ইসহাক বলেন, মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতি বিগত ২৫ বছরে খেলোয়াড় তৈরির সংগঠন হিসেবে চট্টগ্রামে পরিচিতি লাভ করেছে। আগামী ১৮ ও ১৯ জুলাই ২টি সেমিফাইল অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন