প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:০৪ পিএম

অনলাইন সংস্করণ

শেরপুরের শ্রীবরদীতে বিএনপির আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

 

 

এজেএম আহছানুজ্জামান ফিরোজ,   শেরপুর প্রতিনিধি :

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে । ৮ জুলাই মঙ্গলবার বিকেলে রানীশিমূল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রানীশিমূল ইউনিয়ন বিএনপি,  তাতিহাটি ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ ও  সহযোগী সংগঠনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট  আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী । এসময় তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই কখনো পেছনের রাস্তা দিয়ে ক্ষমতায় আসেনি। বিএনপি সবসময় বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে। আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উতস। তাই গনতান্ত্রিক পদ্ধতিতে যখনই নির্বাচন অনুষ্ঠিত হবে,  তখনই জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতার মসনদে বসাবে।

 

শ্রীবরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবিএম শামিম কবিরের সভাপতিত্বে ও রানীশিমূল ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাঈদ দিনারের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও  খড়িয়া কাজিরচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহফুজুল হাসান আঙ্গুর, খড়িয়া কাজিরচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, শ্রীবরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিঙ্গাবরুনা ইউনিয়ন  বিএনপির সাবেক সভাপতি শাহজাহান চান, উপজেলা শ্রমিক দলের সভাপতি শহিদুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো: সোলায়মান হাবীব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এরশাদুজ্জামান আরজু, আবু সালেহ, হোসাইন, আব্দুল আলীম,  পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রমজান আকন্দ, তাঁতীহাটি ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মজিবর রহমান, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি মাসুদ মিয়া, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন, শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. রমজান আকন্দ, রাণীশিমুল কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম প্রমুখ।

এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন