
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৪, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ
দেশের উত্তরপূর্বঞ্চলীয় সুনামগঞ্জের মধ্যনগরে টানা বর্ষণের ফলে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা তীব্র হয়ে উঠেছে। বিশেষ করে সুমেশ্বরী নদীর পানি এবং পাহাড়ি ঢল বিপদসীমা অতিক্রম করায় উপজেলার নিম্নাঞ্চলগুলোতে প্লাবিত হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে।
গত ২৪ ঘণ্টায় অত্র এলাকার বিভিন্ন স্থানে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাসিন্দারা উদ্বেগে রয়েছেন। অনেকেই বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা বলেন, “পানি বাড়ায় নিম্নাঞ্চলের গ্রামগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং স্থানীয়দের সহায়তা করতে প্রস্তুত রয়েছি। আমাদের সকল আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা আছে। সকলকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হচ্ছে ।
মধ্যনগর থানা অফিসার ইনচার্জ এমরান হোসেন বলেন, যেহেতু বৃষ্টিপাত হচ্ছে বন্যা পরিস্থিতি আরো খারাপ হতে পারে।বন্যা মোকাবেলায় উপজেলা প্রশাসন এর পাশাপাশি আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। প্রয়োজন হলে সবধরনের সহযোগিতা দেওয়া হবে।”আরিফপুর গ্রামের বাসিন্দা জনৈক ফয়জুল হোসেন বলেন আমরা গরু, বাছুর এবং ধান নিয়ে খুবই কষ্টে দিন কাটাচ্ছি। এভাবে পানি বৃদ্ধি পেলে আমাদের দুঃখের আর অন্ত থাকবেনা।সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা বন্যা পরিস্থিতিকে আরও গুরুতর করতে পারে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছ থেকে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
অত্র এলাকার জনগণের মধ্যে পানি বৃদ্ধি নিয়ে উদ্বেগ বাড়লেও, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সেবামূলক সংস্থার তৎপরতায় পরিস্থিতি মোকাবিলার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন