
প্রকাশিত: ২৩ জুন, ২০২৪, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ
নানা আয়োজনের মধ্যে দিয়ে সিরাজগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ জুন) সকালে এস এস রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকী। পরে একটি বনার্ঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
এসময় আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধ আবু ইউসুফ সূর্য, ফিরোজ ভূইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল প্রমুখ।
মন্তব্য করুন