
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ
প্রখ্যাত সাংবাদিক লায়েকুজ্জামানের অকাল প্রয়াণে স্বরণসভা ও দোয়ার যৌথ আয়োজন করেছে জাস্টিস ফর জার্নালিস্ট ও বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদ।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এই স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাস্টিস ফর জার্নালিস্টের সভাপতি এডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক আবু সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ও প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ( ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, জয়বাংলা সাংবাদিক মঞ্চের সভাপতি জয়ন্ত আচার্য ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু, ডিইউজে সিনিয়র সহ সভাপতি মানিক লাল ঘোষ,সাধারণ সম্পাদক আখতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির সভাপতি নাসিমা আক্তার সোমা, নুরে জান্নাত সীমা প্রমূখ।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন প্রয়াত সাংবাদিক লায়েকুজ্জামানের স্ত্রী লুৎফুন্নাহার রুমা ও বড় মেয়ে যারিন তাসনীম ঐশী। এ সময় লায়েকুজ্জামানের স্ত্রী লুৎফুন্নাহার রুমা উপস্থিত সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন