ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৪, ০১:১১ পিএম

অনলাইন সংস্করণ

সাংবাদিক কবিরের মানবিক উদ্যোগ

ছবি: রূপালী বাংলাদেশ

সমাজের এতিম অসহায় ছিন্নমূল মানুষ যারা অর্থের অভাবে ইফতারিতে ভালমন্দ কিছু খেতে পান না, সেসব অসহায় মানুষের মাঝে ভাত মাংস সহ ইফতারি প্রত্যহ তুলে দিচ্ছেন হরিপুর উপজেলার সাংবাদিক কবিরুল ইসলাম কবির। সেজন্য দুপুর হতে চলে রান্না বান্না, বিকেলে চলে প্যাকেটিং তারপর একটি নির্ধারিত এতিমখানায় ইফতারি নিয়ে হাজির হন  তিনি।নিজ হাতে তুলে দেন অসহায় এতিম শিশুদের হাতে ।

ঠাকুরগাঁও জেলা শহর হতে ৬৫ কিলোমিটার দূরের সীমান্তবর্তী উপজেলা হরিপুর। আর এই হরিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক কবিরুল ইসলাম কবির পেশাগত কারণে সারা বছর সাধারণ মানুষের সেবায় কাজ করেন। চলতি রমজান মাসে এলাকার দরিদ্র অসহায় ছিন্নমূল মানুষ ও এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণের মানবিক উদ্যোগ হাতে নিয়েছেন। প্রবাসী ছোটভাই মাসুদের সহায়তায়  নিজস্ব অর্থায়নে শুরু করেছেন এই মহতি উদ্যোগ। মাসব্যাপী এই উদ্যোগ সফল করতে সকাল হতে চলে বাজার সদাই। দুপুরে পরিবার পরিজনদের সহায়তায় চলে রান্না বান্না। বিকেলে চলে খাবার প্যাকেটিং । তারপর নির্ধারিত সময়ে অটোচার্জার গাড়িতে করে নিদিষ্ট এতিমখানায় ইফতারি পৌছে দিচ্ছেন তিনি।এজন্য প্রতিদিন ৭ থেকে ৮ হাজার টাকা ব্যয় হয়।নিজস্ব লোকজন দিয়ে বেশিরভাগ কাজ করার কারণে খরচ অনেকটা কম পড়ে। নইলে হোটেল থেকে ১শ লোককে ইফতারি দিতে গেলে ব্যয় হতো কমপক্ষে দেড় হাজার টাকা।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে জেলার হরিপুর উপজেলার চৌরঙ্গী দারুল হাদিস সালাফিয়া মাদরাসা ও এতিমখানায় বালক ও বালিকা শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতারিতে ছিল খেঁজুর,ভাত, মাংস,সবজী,শসা ও চপ ।

ইফতারী পেয়ে এতিমখানার নিবাসীদের মাঝে দারুন আনন্দ উচ্ছাস লক্ষ্য করা যায়।সকলে পেটভরে তৃপ্তি সহকারে খায়। পরে শিক্ষার্থীরা তাদের অভিব্যক্তি ব্যক্ত করে বলে যে,এরপূর্বে এ জাতীয় ইফতারি আমরা পাইনি। এই ইফতারি আমাদের মনকে ঠান্ডা করে দিয়েছে।সকলে সন্তুষ্টি প্রকাশ করে।

মাদরাসা পরিচালক সিরাজুল ইসলাম বলেন, আমরা আজকে ইফতারি করলাম এলাকার বড়ভাই কবির সাংবাদিকের আয়োজনে।একটা বাচ্চার ভাল মতো খেতে যতটুকু যতটুকু লাগে সবই ছিল প্যাকেটে।সকলে পরিতৃপ্তি সহকারে খেতে পেরেছে।

এলাকাবাসী বলেন,হরিপুর উপজেলায় অনেক ধন্যাঢ্য ব্যক্তি রয়েছে । কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাই নি যে, কোন এতিমখানা বা গরীব দু:খী মানুষের মাঝে ইফতার সামগ্রী পৌছে দিয়েছে। কিন্তু উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবির ভাই এই মহৎ উদ্যোগ হাতে নিয়েছেন। প্রথম রমজান হতে এই কর্মসূচি হাতে নিয়েছে চলবে শেষ রমজান পর্যন্ত । পরিবারের লোকজনও এর পেছনে সময় ব্যয় করলেও কাউকে রাগ গোস্স্যা করতে দেখা যায় না।কবির ভাই, প্রতিদিন বাড়িতে রান্না করে রাস্তার মোড়ে মোড়ে গরীব অসহায় রোজাদার মানুষের হাতে খাবার পৌছে দিচ্ছেন।

সাদা মনের মানুষ সাংবাদিক কবিরুল ইসলাম কবির বলেন, আমরা প্রতি বছর রমজানে গরীব অসহায় মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করি। কিন্তু এ বছর নতুন এই উদ্যোগ হাতে নিয়েছি। এজন্য অনেক পরিশ্রম করতে হয়।প্রতিদিন কমপক্ষে ৭-৮ হাজার টাকা ব্যয় হয়।তবে দিনশেষে একজন দরিদ্র বা এতিম শিক্ষার্থী যখন তৃপি সহকারে খেতে পারে তখন খুব ভাল লাগে। এজন্য বিদেশে কর্মরত ছোটভাই মাসুদের সহযোগিতায় আমি এই উদ্যোগ চালাচ্ছি। আশা করি রমজানের শেষ দিন পর্যন্ত এই উদ্যোগ অব্যাহত থাকবে।

মন্তব্য করুন