সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৪, ১০:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ছবি: রূপালী বাংলাদেশ

"ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্ভোধন করা হয়েছে। আজ বুধবার (৩১ জুলাই) সকালে সরিষাবাড়ী উপজেলা অডিটোরিয়াম হল রুমে মৎস্য সপ্তাহের উদ্বোধন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেড়া বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন তেজঁগাও কলেজের সাবেক অধ্যক্ষ ও জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য আব্দুর রশিদ এমপি ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশ ও জনগনের উন্নয়নের জন্য এমপি হয়েছি চোরদের সাথে সমন্বয় করতে নয়। তিনি আরো বলেন, জনগনের উন্নয়ন, গরীব, হতদরিদ্র, অসহায় মানুষের সরকারী বরাদ্ধের পাওনা তাদের হাতে বুঝিয়ে দিতে চাই। বিভিন্ন দপ্তর থেকে যে বরাদ্ধ দেয়া হয়। তা সঠিক ভাবে বিতরন না হলে কাউকে ছাড় দেয়া হবে না। আমি কোনো মার্কা দেখে কাজ করি না। এ উপজেলার প্রতিটি মানুষ আমার, আমি সবার এমপি, আমি ট্রাক মার্কা নিয়ে এমপি হয়েছি। এমপি হওয়ার পর এখন আমি এ উপজেলার সবার এমপি। সরকারি বেসরকারী কোন দপ্তর, উপজেলার কোন জন প্রতিনিধিরা, জনগনের পাওনা বুঝিয়ে না দিয়ে তা আত্মসাত করবে সেই সমস্ত চোরদের বিরোদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নিবার্হী অফিসার শারমিন আক্তার, এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আকন্দ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: পলাশ কান্তি দত্ত, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, মেয়র মনির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল গনি, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সরিষাবাড়ী অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান।

উল্লেখ্য, অনুষ্ঠানে সংসদ সদস্য তার ব্যক্তিগত তহবিল থেকে ৩০ জনকে চিকিৎসা ভাতা প্রদান করেন। মৎস জীবিদের মাঝে পুনামাছ, দেড়শতাধিক গরিব অসহায়দের মাঝে প্রাণী সম্পদ দপ্তরের ভেড়া, সমাজসেবা অধিদপ্তরের ৩০ জনকে ছাগল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় ১০ কেজি খাদ্যের ৩ শত জনকে ১ টি করে পেকেজ  বিতরন করা হয়।

 

মন্তব্য করুন