রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৪, ০৩:০৯ এ এম

অনলাইন সংস্করণ

সমন্বয়কদের সঙ্গে চাওমিন খেলেন ডিবির হারুন

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে নিজ কার্যালয়ে চাওমিন খেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

এক ফেসবুক পোস্টে আন্দোলনের সমন্বয়কদের নিয়ে কনফারেন্স রুমে বসে নাস্তা করার এমন কিছু ছবি প্রকাশ করেন হারুন অর রশীদ।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। ডিবি কার্যালয়ে এনে তাদের সাথে কথা বললাম। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমাদের পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিম ডিবি ডিএমপি বদ্ধপরিকর।

এর আগে আজ রবিবার ঢাকা মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজত থেকেই সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক।

উল্লেখ্য, এর আগেও ডিবি কার্যালয়ে রাজনীতিবিদ, অভিনেতা-অভিনেত্রীসহ বিভিন্ন পরিচিত মুখদের নিয়ে একসঙ্গে দুপুরের খাবার খাওয়া বা নাস্তা করার ছবি শেয়ার করেছেন হারুন অর রশীদ।

মন্তব্য করুন