রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৪, ১২:২৪ পিএম

অনলাইন সংস্করণ

কোটাবিরোধী আন্দোলন

সব মৃত্যুই দুঃখজনক, আমরা লজ্জিত : হাইকোর্ট

ছবি: সংগৃহীত

হাইকোর্ট বলেছেন, ‘সব মৃত্যুর ঘটনাই দুঃখজনক। কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত।’ মঙ্গলবার (৩০ জুলাই) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

কোটাবিরোধী আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানিতে আদালত এ মন্তব্য করেন।

আদালত বলেন, ‘সংবিধান ও আইনে সব বিষয় লেখা আছে। কিন্তু আমরা কেউ সংবিধান, আইন মেনে চলছি না।’

এদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে শিগগিরই তাদের পরিবারের জিম্মায় দেওয়া হবে বলে গতকাল জানানো হয়।

আরবি/এস 

মন্তব্য করুন