
প্রকাশিত: ১৭ অক্টোবার, ২০২৪, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ
মাহমুদুল হাসান, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখন্ড এলাকায় ভোররাতে আগুনে ২০টি বসত ঘর পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর আনুমানিক ০৪ টায় কবির হোসেন সরকারের ভাড়া দেওয়া বাড়িতে এ ঘটনা ঘটে। এসব ঘরে গার্মেন্ট শ্রমিক ও নিম্নবিত্তদের বসবাস ছিল।
খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাড়ি মালিক কবির হোসেন সরকার জানান, রাতে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ঘরগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় ২০টি বসতঘর। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ২টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
মন্তব্য করুন