
প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৪, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ
জমকালো আয়োজন ও উৎসব মুখরিত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পিকনিক ও আনোয়ারাবাসীর মিলনমেলা। যুক্তরাজ্য বসবাসরত চট্টগ্রাম আনোয়ারা প্রবাসীদের সংগঠন বখতিয়ার সোসাইটি ‘ইউকে’র সকল সদস্যদের নিয়ে বার্ষিক এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সময় রবিবার (২৮ জুলাই) ইংল্যান্ডের রাজধানী লন্ডনের অন্যতম পর্যটক কেন্দ্র ও সমুদ্র সৈকত অঞ্চল ‘Camber Sands’ সী ফ্রন্টে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। এদিন বার্ষিক এই অনুষ্ঠানে যোগদিতে সকাল থেকেই লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হয় বখতিয়ার সোসাইটি ইউকে’র সদস্যরা।
এদিকে বার্ষিক এই অনুষ্ঠানকে সফল করতে মোহাম্মদ নূরুন্নবীকে প্রধান করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। সেক্রেটারি আবদুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন নূরুন্নবী আলী।
আরও পড়ুন: ব্যানার ধরে ফটোসেশন, বগুড়ায় বিতর্কে মৎস্য সপ্তাহের কার্যক্রম
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সমিতি ইউ.কে ও C4Chatga চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন, গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউ.কের ট্রেজারার এবং TV24 Bangla চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুর রহমান, সিপ্লাস টিভি ইউ.কে প্রতিনিধি মোহাম্মদ সেলিম হোসাইন , বখতিয়ার সোসাইটি আমেরিকা শাখার নুরুল আমিন, ইদ্রিস সোলতান, সালাম শরীফ, সেলিম আহমেদ, আবু নাছের লন্ডনে বসবাসরত পটিয়াবাসী।
পিকনিক ২০২৪ সফল করতে সার্বিক তত্ত্বাবধানে কাজ করেছেন, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জাবের বিএসসি , রেহেনা মোতালেব, হাবিবুর রহমান, সালাউদ্দিন করিম , ফেরদৌস জাবের, মোহাম্মদ আলী গাজী, ফেরদৌস জাবের, নুরুল আমিন , সেলিম করিম, ফেরদৌস আউয়াল, জোহরা হাবিব, জেবা হারুন, কদর বানুসহ সংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুন: কেরালায় ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৪
বার্ষিক পিকনিক ও পটিয়াবাসীর মিলনমেলা অনুষ্ঠানটিতে মিডিয়া পার্টনার হিসেবে বিশেষ ভূমিকা পালন করে Tv24 Bangla, Chatgaya Goff, CPlus Tv, C4Chatga টিভি। এতে অনুষ্ঠানে আগত অতিথিদের বিনোদন দিতে শুরুতে গান, আবৃত্তি, অভিনয়, ছড়া, কৌতুক, ধাঁধাঁ ও বিভিন্ন স্মৃতিচারণ করেন আগত অতিথির পরিবার ও শিশুরা। পরে, সেক্রেটারি আব্দুল আউয়াল এবং সাবেক চেয়ারম্যান জাবের বিএসসি তত্বাবধানে জমকালো আয়োজনে ছিলো রেপল ড্র পর্ব ও অসাধারন প্রতিযোগিতা।
উল্লেখ্য, অনুষ্ঠানের প্রধান স্পন্সর হিসেবে সহযোগিতা করেছেন, Lim Properties London Ltd , Lim Solutions Ltd,Lim Global Education Ltd এর নির্বাহী প্রধান মোহাম্মদ মাসুদুর রহমান। G-Net এর পরিচালক মোহাম্মদ ইব্রাহিম জাহান, জোহরা হাবিব সহ আরও অনেকে।
আরবি/জেআই
মন্তব্য করুন