রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৪, ০৬:৫২ পিএম

অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে রাস্তা নির্মাণে অনিয়ম

ছবি: রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ী ক্লিনিক-মধ্যেপাড়া পর্যন্ত ৫০০ মিটার একটি রাস্তার পাকা করনের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে ঠিকাদার ও তার লোকজন এলাকাবাসীর কোন কথা না শুনে ক্ষমতা দেখিয়ে নিম্ন মানের ইটের খোয়া দিয়ে রাস্তার সাববেইজ ও ডাব্লিউবিএমের কাজ শেষ করেছে। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সংশ্লিষ্টরা জানান, আই আর আইডিপি প্রকল্পের আওতায় ভাংবাড়ী ক্লিনিক হতে মধ্যে পাড়া পর্যন্ত ৫০০ মিটার রাস্তা পাকাকরণের জন্য টেন্ডার আহ্বান করে এলজিইডি। টেন্ডারে ৪৫ লক্ষ টাকা চুক্তিমূল্যে কাজ পায় ‘তন্ময় এন্টারপ্রাইজ’ নামের ঠিকাদার প্রতিষ্ঠান।

স্থানীয় বাসিন্দা দরিমুল বলেন, ‘রাস্তাটিতে প্রথম থেকেই নিম্ন মানের ইটের খোয়া ব্যবহার করা হয়েছে। রাস্তার কাজ শেষ না হতেই পাশের কিছু কিছু জায়গায় এজিং ভেঙে গেছে। যে ইট ব্যবহার করা হয়েছে রোলার মেশিন দিয়ে রোলিং করার পরে ইট পাউডার এর
মতো হয়ে গেছে। এভাবে রাস্তা করার থেকে না করায় ভালো’।

আরেক স্থানীয় বাসিন্দা রফিকুল বলেন, ‘রাস্তাটিতে যেভাবে কাজ করা হয়েছে এভাবে কাজ করলে রাস্তাটি বেশিদিন টিকবে না। তিন নম্বর গড়েয়া ইট এনে খোয়া বানিয়ে ব্যবহার করা হয়েছে। আমরা মানা করা সত্ত্বেও ঠিকাদারের লোকজন ক্ষমতা দেখিয়ে তারা ওই ইটের খোয়া ব্যবহার করেছে। তারা এভাবে কাজ করে সরকারের উন্নয়নের ভাবমূর্তি নষ্ট করছে। আমাদের দাবী রাস্তার ব্যবহারকৃত নিম্ন মানের সামগ্রী তুলে আবার নতুন করে কাজ করা হোক। ঠিকাদার তন্ময়ের কাছে রাস্তার নিম্নমানের কাজের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কাজটি আমার অবশ্যই ভালো
হয়েছে। নিম্ন মানের ইট ব্যবহার করা হয়েছে কি না এটা দেখার দ্বায়িত্ব এলজিইডির’।

রাণীশংকৈল উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান বলেন, ‘আমরা শুনেছি রাস্তায় নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। আমাদের জেলা প্রকৌশলী রাস্তা পরিদর্শনে গেছেন। স্যার যেভাবে সিদ্ধান্ত দিবেন সেভাবে কাজ হবে’।

 

মন্তব্য করুন