
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৪, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ
বিশ্বজুড়ে অন্তত ১৬০ কোটি মানুষ ব্যবহার করছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন। নিজের পরিচয় লুকিয়ে ইন্টারনেট ব্যবহারের জন্য অতি দ্রুত জনপ্রিয় হচ্ছে এটি। যা কিনা পুরো বিশ্বে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার প্রায় ৩১ শতাংশ।
মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্য অনুযায়ী, ব্যবসার তুলনায় বর্তমানে ব্যক্তিগত পর্যায়েই ভিপিএনের ব্যবহার বেশি হচ্ছে। ব্যক্তিগত সুরক্ষা বাড়াতে এবং নির্দিষ্ট এলাকার জন্য সীমাবদ্ধ বিভিন্ন স্ট্রিমিং সার্ভিস ও কন্টেন্টের অ্যাকসেস পেতেই ভিপিএন বেশি ব্যবহার করছে মানুষ।
জরিপ বলছে, ব্যবহারকারীদের ভিপিএনে আগ্রহী হওয়ার মূল উদ্দেশ্য হলো ব্যক্তিগত সুরক্ষা বাড়ানো। ৬৬ শতাংশ ব্যবহারকারীই নিজের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে ভিপিএন ব্যবহার করেন। বিপরীতে, নিয়োগদাতা বা অফিসের তথ্য সুরক্ষায় ভিপিএন ব্যবহার করেন মাত্র ছয় শতাংশ ব্যবহারকারী।
এর মধ্যে কিছু ব্যহারকারী জানিয়েছেন, নিয়োগদাতার বাধ্যবাধকতার কারণে তারা ভিপিএন ব্যবহার করছেন। জরিপে অংশগ্রহণকারীদের ৮০ শতাংশই বলেছেন, তারা সুরক্ষা বাড়াতে ভিপিএনে আগ্রহী হয়েছেন।
৩৩ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা নিজেদের ইন্টারনেট কার্যক্রম গোপন রাখতে ভিপিএন ব্যবহার করেন।
এনক্রিপশন বাড়ানোর লক্ষ্যে ভিপিএন ব্যবহার করেন ১৮ শতাংশ ব্যবহারকারী। টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য ভিপিএন ব্যবহার করেন ৩০ শতাংশ মানুষ। অন্যদিকে বিজ্ঞাপনের জ্বালাতেন থেকে মুক্তি পেতে ভিপিএন ব্যবহার করেন ছয় শতাংশ মানুষ।
মন্তব্য করুন