রূপালী ডেস্ক

প্রকাশিত: ১ আগষ্ট, ২০২৪, ০১:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

যেখানে গিয়েছি সেখানে হামলার শিকার হয়েছি: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ যখন উন্নতির শিখরে উঠছে, তখন পাকিস্তানের প্রেতাত্মারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। অনেক চড়াই-উতরাই, ঘাত-প্রতিঘাত, গুলি, বোমা, গ্রেনেড হামলার মুখোমুখি হতে হয়েছে আমাকে। বার বার মৃত্যুর মুখোমুখি হয়েছি। আমার চলার পথ সহজ ছিল না। যেখানে গেছি সেখানে হামলার শিকার হয়েছি।

বৃহস্পতিবার (০১ আগস্ট) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটের মিলনায়তনে ‘জাতীয় শোক দিবস স্মরণে’ বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: শোকাবহ আগস্ট শুরু

সম্প্রতি শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের প্রেতাত্মারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা সব মেগা প্রকল্পে হামলা চালিয়েছে। আমরা শিক্ষার্থীদের দাবি শতভাগ মেনে নিয়েছি। তাদের দাবি মানার পর আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে?

আরও পড়ুন: সারাদেশে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

তিনি আরও বলেন, দেশ যখন উন্নতির শিখরে উঠছে, তখন পাকিস্তানের প্রেতাত্মারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা সব মেগা প্রকল্পে হামলা চালিয়েছে। আমরা শিক্ষার্থীদের দাবি শতভাগ মেনে নিয়েছি। দাবি মানার পর আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে?

 

আরবি/জেআই

মন্তব্য করুন