প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০২:১৬ পিএম

অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ,চুক্তি সই

 

সিনিয়র প্রতিবেদকঃ

বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে ৭ লাখ টন গম আমদানি করবে। প্রতিযোগিতামূলক দামে উচ্চমানের এই গম সরবরাহের লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার (২০ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউএস হুইট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ কে সওয়ার চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছর ধরে প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে ৭ লাখ টন গম আমদানি করবে বাংলাদেশ। খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টিমান বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন খাদ্য সরবরাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, 'এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক আস্থা এবং বাণিজ্যিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হলো। এতে উভয় দেশের জনগণই উপকৃত হবে।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্য সচিব মো. মাসুদুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।

এই চুক্তিকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে করে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ব্যবস্থার ভিত আরও শক্তিশালী হবে বলে মনে করছেন তারা।

 

মন্তব্য করুন