
প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৪, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহীর মোহনপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্বোধন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য "ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মাট বাংলাদেশ”। মৎস্য সপ্তাহ উদ্ধোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) এমপি আসাদুজ্জামান আসাদ।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা। যুব কর্মকর্তা সঈদ আলী রেজা'র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, ভাইস চেয়ারম্যান বিন বিল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: খন্দকার সাগর আহম্মেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মান্নান, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ সহকারী প্রকৌশলী জিএফএম হাসানুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা শাহা, থানা ওসি হরিদাস মন্ডলসহ অন্যান্য কর্মকর্তাগন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মৎস্যচাষে সম্পৃক্ত মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।
মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় কেশরহাট পৌর কাউন্সিলর সাবের আলীকে রেনুপোনা উৎপাদন, ধুরইল ইউপি'র ৫নম্বর ওয়ার্ড মেম্বার আলমগীর হোসেনকে পোনা উৎপাদ ও আয়নাল হককে কার্প জাতীয় মাছ উৎপাদন করায় বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
মন্তব্য করুন