মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৪, ০৮:২৫ পিএম

অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

ছবি সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এমপি চেকপোষ্টের সামনে ট্রেনে কাটা পড়ে মো. বজলু মিয়া (৬০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির বাড়ি কুষ্টিয়া জেলায়। সে মাওয়া সেনানিবাসের পিছনে সমাসপুর গ্রামের আব্দুল সামাদের বাড়িতে ভাড়া থাকতো। 

সকালে সমাসপুর বাজার থেকে ভাড়া বাসায় যাওয়ার সময় ঢাকা থেকে খুলনা গামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তৎক্ষণাৎ মৃত্যু হয় তার।

পুলিশ সূত্রে জানা যায়, লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ পোস্টমর্টেমের জন্য নিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তারা।

মন্তব্য করুন