রুপালী প্রতিবেদক

প্রকাশিত: ১ আগষ্ট, ২০২৪, ০১:০৮ পিএম

অনলাইন সংস্করণ

মাস জুড়ে কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের

ছবি: সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি পালনের করবে। একইসাথে, কর্মসূচির অংশ হিসেবে সব শিক্ষক-কর্মচারীদের পুরো আগস্ট মাস কালো ব্যাচ ধারণ করবে।

বুধবার (৩১ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এসকল তথ্য জানানো হয়। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের জন্য কোনো কর্মসূচি দেওয়া হয়নি। চিঠিতে বলা হয়, অন্যান্য কর্মসূচি পরে জানানো হবে।

আগামী ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে  মাউশি অধিদপ্তরের আওতাধীন সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করার জন্য নির্দেশ দেওয়া হলো, বলে চিঠিতে জানানো হয়।

১৯৭৫ সালের এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গলি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পঁচাত্তরের ১৫ ই আগস্ট কালরাতে শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল। 

আরবি/এস 

মন্তব্য করুন