
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বার, ২০২৫, ১২:৪৬ এ এম
অনলাইন সংস্করণ
মো.এমরুল ইসলাম:
নরসিংদীর মনোহরদীতে মাদ্রাসা গভর্নিং বডি গঠনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার চন্দনবাড়ী ইসলামিয়া (কামিল) মাদ্রাসার গর্ভনিং বডি গঠনে অনিয়ম করা হয়েছে।
এ বিষয়ে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বরাবর অভিযোগ দায়ের করেছেন জমিদাতা সলিম উদ্দীন আকন্দ এর ছেলে এডভোকেট আলতাসামুল ইসলাম আকন্দ ইমরান।
অভিযোগে বলা হয়েছে মাদ্রাসাটির জমির মালিক ও প্রতিষ্ঠাতা পরিবারের দানকৃত জমি এবং দীর্ঘদিনের অবদানের পরও প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যদের বাদ দিয়ে গর্ভনিং বডি গঠনের চেষ্টা চলছে। অভিযোগকারী জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠাতা পরিবারের উত্তরসূরিদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার নিয়ম থাকলেও তা উপেক্ষা করা হয়েছে।
এডভোকেট ইমরান বলেন, প্রতিষ্ঠাতার সন্তান হিসেবে তিনি প্রাপ্য হলেও তাকে বাদ দিয়ে একটি মহল অনৈতিকভাবে বডি গঠনের চেষ্টা করছে। এতে মাদ্রাসার সার্বিক উন্নয়ন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া তিনি অভিযোগ করেন মাদ্রাসায় অধ্যক্ষ মাওঃআবু রায়হান ভূঁইয়া এবং কিছু প্রভাবশালী ব্যক্তি যোগসাজশ করে স্বচ্ছ প্রক্রিয়া উপেক্ষা করে নিজেদের স্বার্থে গর্ভনিং বডি গঠন করতে চাইছেন।
তিনি দাবি করেন, প্রতিষ্ঠাতার উত্তরসূরিদের ন্যায্য অধিকার নিশ্চিত না করলে শিক্ষক-কর্মচারী নিয়োগে স্বজনপ্রীতি ও আর্থিক অনিয়ম বাড়তে পারে, যা শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে।
অভিযোগপত্রে শিক্ষা মন্ত্রণালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির হস্তক্ষেপ কামনা করে গর্ভনিং বডি পুনর্গঠন এবং প্রতিষ্ঠাতার উত্তরসূরিদের ন্যায্য প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানান।
, চন্দনবাড়ি কামিল মাদ্রাসার সভাপতি ও নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এম.সাজ্জাদুল হাসান বলেন,জমিদাতা ও আরও অনেকে এই বিষয়ে যোগাযোগ করেছে আমি মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা কে বিষয়টি দেখার জন্য বলেছি।
অধ্যক্ষ আবু রায়হান ভূইয়া বলেন,জমিদাতা আঃ কাদির জীবিত আছেন তা আমার জানা ছিল না। পূর্ববর্তী রেকর্ড দেখে আঃ কাদির এর নামের শেষে বিলবোর্ডে মৃত দেওয়া হয়েছে।এখন জেনেছি,পরবর্তী মিটিংয়ে বিষয়টি ঠিক করে দেওয়া হবে।”
মন্তব্য করুন