
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বার, ২০২৫, ১২:৫১ এ এম
অনলাইন সংস্করণ
আনোয়ার হোসেন.নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল বাইপাস সড়কে অভিযানে কাভার্ডভ্যান ভারতীয় পণ্য কাগজপত্রবিহীন ভারতীয় শাড়ি, থ্রিপিস, ওষুধ, মোটরসাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বিজিবি।গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বেনাপোল বন্দর এলাকার বাইপাস সড়কে অভিযান চালিয়ে ২ কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৯৩০ টাকা সিজার মূল্যের এই পণ্যের চালানটি জব্দ করেছে বিজিবি।
বিজিবি জানায়, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকীর দেওয়া তথ্যে মতে বেনাপোল বিওপির একটি টহল দল অভিযান পরিচালনা করেন। এই সময়ে বেনাপোল বন্দর এলাকার বাইপাস সড়কে মাগুরা কার্গো সার্ভিসের একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-২২-৭৫ ৬৬) তল্লাশির জন্য থামানো হয়। পরে কাভার্ডভ্যানটি তল্লাশির জন্য বেনাপোল বিজিবি ক্যাম্পে আনা হয়। তল্লাশিকালে ভারতীয় শাড়ি ১৪৭৬টি, থ্রিপিস ২১৫টি, মোটরসাইকেলের টায়ার ২টি, বিভিন্ন প্রকার ওষুধ ১০ হাজার ৬৯৩টি এবং ৭৪ হাজার ৪৫৫টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী বৈধ কোনও কাগজপত্র না থাকায় জব্দ করা হয়। যাহার আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৯৩০ টাকা। আটক করা হয়েছে কাভার্ডভ্যানের চালক মাগুরা সদর থানার নাদের মোল্লার ছেলে আব্দুল মালেক (৪৬) এবং হেলপার সুশান্ত কর্মকারের ছেলে অন্তর কর্মকারকে (২৯)। বেনাপোলের নামাজ গ্রামের বাবুল হোসেনের ছেলে বিল্লাল হোসেনের সঙ্গে ২০ হাজার টাকার চুক্তিতে পণ্য চালান ঢাকার মিরপুর নিয়ে যাচ্ছিল তারা।
এই ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে কাগজ পত্র বিহীন মালামাল বাংলাদেশে প্রবেশ করতে পারে এ ই ধরনের গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোল বাইপাস সড়ক এলাকা থেকে একটি কাভার্ডভ্যান আটক করা হয়। আটক কাভার্ডভ্যান থাকা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস, ওষুধ, বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে। আটক চালক ও হেলপারকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান।
মন্তব্য করুন