
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৪, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
পোশাক কারখানায় চাকরির দিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ভাড়া বাসায় আটকে রেখে ধর্ষণের মামলায় পুলিশ হেলাল মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। শুক্রবার দুপুরে পুলিশ হবিগঞ্জ বিচারিক আদালতের নির্দেশে হবিগঞ্জ কারাগারে পাঠিয়েছে। হেলাল মিয়া মাধবপুর পৌরশহরের ৯নং ওয়ার্ডের আলী রহমানের ছেলে।
ভিকটিম ও পুলিশ জানায়, হেলাল মিয়ার সঙ্গে ভিকটিমের মোবাইল ফোনে পরিচয় হয়। পরিচয় সূত্র ধরে হেলাল মিয়া ভিকটিমকে আশ্বাস দেয় কুড়িগ্রাম থেকে চলে আসলে তাকে নোয়াপাড়া পোশাক কারখানায় চাকরি দিয়ে তাকে বিয়ে করবে। সরল বিশ্বাসে গত এক মাস আগে ভিকটিম কুড়িগ্রাম থেকে মাধবপুর চলে আসলে হেলাল মিয়া মাধবপুর উপজেলা নোয়াপাড়ায় একটি ভাড়া বাসায় উঠেন। চাকরি না দিয়ে ও বিয়ে না করে ভাড়া বাসায় আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ করে। পরে কোন উপায়ন্তর না পেয়ে বৃহস্পতিবার রাতে হেলাল মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মাধবপুর থানায় মামলা করা হয়।
পুলিশ ধর্ষণের মামলায় হেলাল মিয়াকে শুক্রবার গ্রেপ্তার দেখিয়ে আদালতের নির্দেশে হবিগঞ্জ কারাগারে পাঠিয়েছে।
মাধবপুর থানার ডিউটি অফিসার এসআই শিবানী দাশ জানান, ধর্ষণের শিকার তরুণীর ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
মন্তব্য করুন