রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৪, ১২:১৩ পিএম

অনলাইন সংস্করণ

বিটিভি ভবন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ছবি, রুপালী বাংলাদেশ

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে হামলায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৬ জুলাই) সকালে তিনি নাশকতাকারীদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিটিভির মহাপরিচালক মো. জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা টেলিভিশন কেন্দ্রটির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। একইসাথে, রাজধানীর রামপুরায় একই প্রাঙ্গণে অবস্থিত বিটিভি ভবন ও বিটিভির প্রধান কার্যালয়ে ক্ষয়ক্ষতির চিত্র নিয়ে একটি ভিডিও প্রেজেন্টেশন দেখানো হয়।

বাংলাদেশ টেলিভিশনের ক্ষয়ক্ষতি পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে আবেগাপ্লুত হতে দেখা যায়। এ সময় টেলিভিশনের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী  চোখও অশ্রুসজল হতে দেখা যায়।

উল্লেখ্য, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের কোটা সংস্কারের দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচির মধ্যে বাংলাদেশ টেলিভিশনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

আরবি/এস

মন্তব্য করুন