রুপালী প্রতিবেদক

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৪, ০১:১৭ পিএম

অনলাইন সংস্করণ

বিকেলের মধ্যেই চালু হচ্ছে ফেসবুক

ছবি: সংগৃহীত

আজ বিকেলের মধ্যেই চালু হচ্ছে ফেসবুক, জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

বুধবার (৩১ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে অনলাইনে মেটার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এদিকে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, টিকটকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল সরকার। তাদের যৌক্তিক ব্যাখা দিতে চিঠিও দেওয়া হয়। সেই চিঠিতে ফেসবুক সাড়া না দিলেও আজ অনলাইনে বৈঠক করেছে প্রতিষ্ঠানটি।

আরবি/এস 

মন্তব্য করুন