বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৪, ০৪:০৭ পিএম

অনলাইন সংস্করণ

বরগুনায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

ছবি: রূপালী বাংলাদেশ

"ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ " এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ আগামীকাল ৩১ জুলাই সারাদেশের ন্যায় বরগুনায় উদযাপিত হতে যাচ্ছে। মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি আটজনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম নিয়ে বরগুনার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করছে জেলা মৎস্য বিভাগ। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মহাসিনের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠিত হয়। বরগুনা সাংবাদিক ইউনিয়ন সহ জেলার বিভিন্ন সাংবাদিকবৃন্দ এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করে জেলা কর্মকর্তার সম্মেলন কক্ষে। 

মতবিনিময় সভায় জানানো হয় আগামীকাল বুধবার ৩১ জুলাই বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংশ্লিষ্ট অংশীজনের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালী প্রদক্ষিন করা হবে শহরের গুরুত্বপূর্ণ সড়কে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ শুভ উদ্ভোদন করবেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু। 

মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মহসিন বলেন, বরগুনায় মাছের উৎপাদন আরো বৃদ্ধি করার প্রত্যয়ে ২০২৪-২৫ বছরে মৎস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৪৭০৫ মেট্রিক টন। এই লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করতে জেলায় বারটি বিল নার্সারি স্থাপন করা হবে। মাছি পূর্ণ অবমুক্ত করন করা হবে সাড়ে ৮ মেট্রিক টন। ১৩১০ জন মৎস্য চাষি ও ও উদ্যোক্তাদের পরামর্শ প্রদান করা হবে এবং ১৬৪০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে।  এছাড়াও প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে বরগুনা জেলায় মাছ ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হবে। 

মন্তব্য করুন