
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৪, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৈদ্যুতিক সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে তার বাবা ও ছোট ভাই আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই কৃষকের নাম আজিজুল ইসলাম (৪৫)। তিনি ওই এলাকার নূর ইসলামের ছেলে।
নিহতের চাচাতো ভাই ও ঘটনার প্রত্যক্ষদর্শী হযরত আলী জানান, ফজরের নামাজের পর পরই তার ভাই আজিজুল ইসলাম জমিতে সেচ দিতে বৈদ্যুতিক সেচ পাম্প চালু করার জন্য তাকে ডাকাডাকি শুরু করে। ভাইয়ের ডাক শুনে হযরত আলী ঘুম থেকে উঠে জমির নালা পরিষ্কার করতে যায়। এদিকে আজিজুল ইসলাম বৈদ্যুতিক সেচ পাম্পের নলকূপ চাপতে থাকে। এক পর্যায়ে অসাবধানতা বশত সে ভেজা হাতে বৈদ্যুতিক সেচ পাম্পের সুইচ অন করার সাথে সাথেই বিদ্যুৎপৃষ্ট হয়। এ সময় সেখানে থাকা আজিজুল ইসলামের বাবা ও ছোট ভাই নূরনবী তাকে বাঁচাতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। হযরত আলী এমন পরিস্থিতি দেখে দৌড়ে এসে মেইন সুইচ অফ করে দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে আহত অবস্থায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
আহত দু'জনকে সেখানেই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়েছে। তারা আপাতত সুস্থ রয়েছেন।
বড়ভিটা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন