
প্রকাশিত: ২৪ জুন, ২০২৪, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ
বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। রোববার বেলা ১১টায় চেয়ারম্যানদের নিজ নিজ কার্যালয়ে শুভেচ্ছা প্রদান করা হয়।
ফকিরহাটের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহিদুজ্জামান বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ইমরুল হাসান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মোস্তাফিজুর রহমান, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মনোজ কুমার মালাকার, ডা. তানভির মাহমুদ অনিক, স্যানিটেশন ইন্সপেক্টর দেবরাজ মিত্র, অফিস সহকারী কাম- কম্পিউটার অপারেটর শেখ কামরুজ্জামান, ইপিআই মেডিকেল টেকনোলজিস্ট মো. কামাল হোসেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন