প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৫, ০২:১৪ পিএম

অনলাইন সংস্করণ

প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষা দিতে পারেনি ১৩ পরীক্ষার্থী

 


শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার):

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং আদর্শ বিদ্যাপীঠের ১৩ জন এসএসসি পরীক্ষার্থী প্রবেশপত্র না পাওয়ায় প্রথম দিনের পরীক্ষায় অংশ নিতে পারেনি।

 এতে শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করে এবং ভাঙচুরের চেষ্টা করেন। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ১৩ শিক্ষার্থীর মধ্যে ১০ জন ছাত্রী ও ৩ জন ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ১৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র আনতে গেলে উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. ইউনুস প্রবেশপত্র দিতে পারেনি। 

ঘটনাটি পরীক্ষার্থীরা তাদের অভিভাবকদের জানালে তারা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করেন এবং বিদ্যালয় ভাংচুরের চেষ্টা করে। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী জানান, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), জেলা প্রশাসক এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডকে বিষয়টি জানানো হয়েছে। 

এ বিষয়ে বিস্তারিত তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

 

 

মন্তব্য করুন