পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৪, ১১:০১ পিএম

অনলাইন সংস্করণ

পুঠিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

ছবি: রূপালী বাংলাদেশ

রাজশাহীর পুঠিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম, নুর হোসেন নির্ঝর।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান এড্যাঃ আব্দুস সামাদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইন চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান, বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান বদি, জিউপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হোসনেয়ারা বেগম, ভালুকগাছি ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান, শিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকল ও পুঠিয়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক প্রতিনিধি, গণমাধ্যম কর্মীরা। সভায় পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল রয়েছে বলে জানান।

এছাড়াও তিনি বেশ কয়েকটি চুরির ঘটনা উল্লেখ করেন। বিশেষ করে উপজেলা মহাসড়কে ট্রাকের মালামাল চুরি, ট্রাক থামিয়ে গরু চুরির বিষয়টি উল্লেখ করে তা রোধে উপজেলা সদরের মহাসড়ক সংলগ্ন পুঠিয়া ত্রিমোহনী মোড়,
ঝলমালিয়া বাজার, বিড়ালদহ বাজার, শিবপুর বাজার ও বানেশ^র বাজারে নাইট ভিশন সিসি ক্যামেরা লাগানোর দাবি জানালে তা বাস্তবায়নের পক্ষে উপস্থিত জনপ্রতিনিধিরা মতামত দেন।

মন্তব্য করুন