ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ৩০ মে, ২০২৪, ০২:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

পীরগঞ্জ উপজেলায় যারা নির্বাচিত হলেন

ছবি: রূপালী বাংলাদেশ

ঠাকুরগাও জেলার পীরগন্জ উপজেলা পরিষদ নির্বাচনে আখতারুল ইসলাম (মোটর সাইকেল) ৬০ হাজার ৮শ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজওয়ানুল হক বিপ্লব (ঘােড়া) পেয়েছেন ৪৮ হাজার ৩১৫। বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ রায় নির্বাচনী ফলাফল ঘোষনা করেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ইত্তেশাম উল হক (তালা) ৮১ হাজার ৭১২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সাইদ আকলিমুর রহমান (টিউবওয়েল) পেয়েছেন ১৭ হাজার ৭২৭ ভোট।

অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহফুজা আকতার (কলস) ৪৮ হাজার ৮১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতী রানী রায় (হাস) পেয়েছেন ৩৯ হাজার ৫৫৭ ভোট।

মন্তব্য করুন