পঞ্চগড় (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: ২২ মে, ২০২৪, ০৬:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে শিশুস্বর্গের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে নানা আয়োজন

ছবি: রূপালী বাংলাদেশ

খেলাধুলা কার না ভালোলাগে বিশেষ করে শিশুরা। সমাজে বিভিন্ন সময় দেখা যায় কোমলমতি শিশুদের খেলাধুলার প্রতি প্রবল আকর্ষণ থাকলেও তারা তা পারেনা। আর তাদের কথা মাথায় রেখে শিশুস্বর্গ ফাউন্ডেশনের এক ব্যতিক্রম আয়োজন। সুবিধা বঞ্চিত শিশুদের আনন্দ দিতে খেলাধুলাসহ নানা আয়োজন করে সংগঠনটি। পঞ্চগড় সদর উপজেলার রাজারপাটডাঙ্গা আশ্রয়নের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে আজ বুধবার দিনভর আশ্রয়ন প্রকল্পের মাঠে নদীর তীরে শিশুদের জন্য হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলো  বিস্কুট দৌড়, ব্যাঙ লাফ, মোরগ লড়াই খেলার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠনটির তরুণরা। বিভিন্ন গ্রুপে খেলায় অংশ নেয় প্রায় শতাধিক শিক্ষার্থীরা। এসময় শিশুদের অভিভাবকরাও আনন্দে মেতে উঠেন। অভিভাবকদের জন্যও মিউজিক্যাল বল খেলার আয়োজন করা হয়। খেলা শেষে দুপুরে শিশুদের জন্য খাবারেরও আয়োজন করা হয়। সবশেষে খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন সংগঠনটি । এ সময় আশ্রয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা খাকছার আলম, শিশুস্বর্গ পঞ্চগড়ের মেন্টর মুরাদ হাসান, প্রেসিডেন্ট আফিরুল ইসলামসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

শিশুস্বর্গ পঞ্চগড়ের মেন্টর মুরাদ হাসান বলেন, এই আশ্রয়নের শিশুরা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত। আশ্রয়নটির তিনদিকে নদী বেষ্টিত এলাকা। এখানে কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই।তাই তাদেরকে লেখাপড়ায় মনোযোগী উৎসাহ জোগাতে এবং তাদের আনন্দ দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। 

মন্তব্য করুন