পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৪, ১২:৫৩ এ এম

অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে চাচার ঋণ পরিশোধ করলেন বীর মুক্তিযোদ্ধা

ছবি: রূপালী বাংলাদেশ

পঞ্চগড় আটোয়ারি উপজেলায় চাচার নেওয়া খেলাপী ঋণ পরিশোধ করে রিতিমত হই চই ফেলে দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা জ্যোতিষ চন্দ্র বর্মন। তার প্রশংসায় পঞ্চমুখ আটোয়ারি বাসি। আজকালকের দিনেও যে ভালো মানুষ রয়েছে তাঁর উজ্জল দৃষ্টান্ত মুক্তিযোদ্ধা জ্যোতিষ চন্দ্র বর্মন নিজেই। পঞ্চগড় জেলা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আটোয়ারী শাখা থেকে  অনেক বছর আগে ১৯৮৪ সালে প্রায় লক্ষাধিক টাকার ঋণ গ্রহণ করেছিলেন উপজেলার রাধানগর গ্রামের জিতেন্দ্র নাথ বর্মন। ঋণ গ্রহণের পর তা পরিশোধের আগেই নিঃস্ব হয়ে পড়েন তিনি। পরবর্তীতে কোন উপায়ান্তর না পেয়ে দেশান্তরী হয়ে যান জিতেন্দ্র নাথ বর্মন। কিন্তু ঋণের বোঝাটি দিনকা দিন খেলাপি ঋণে পরিণত হয়।

খেলাপী ঋণটি পরিশোধ না করলে তা আদায়ের জন্য কৃষি উন্নয়ন ব্যাংক, আটোয়ারী উপজেলা শাখা নির্বাহী অফিসারের কার্যালয়ে জ্যোতিষ চন্দ্র বর্মনের বিরুদ্ধে একটি সার্টিফিকেট মামলা দায়ের করেন। দীর্ঘদিন ধরে মামলাটি নিষ্পত্তি না হলে উপজেলা নির্বাহী অফিসার এবং শাখা ব্যবস্থাপকের প্রচেষ্টায় ঋণ গ্রহিতার ভ্রাতুষ্পুত্র (ভাতিজা) বীর মুক্তিযোদ্ধা জ্যোতিষ চন্দ্র বর্মন চাচার নেওয়া ঋণটি পরিশোধ করেন।

চাচা’র খেলাপী ঋণ পরিশোধ করার কারণে ভাতিজা বীর মুক্তিযোদ্ধা জ্যোতিষ চন্দ্র বর্মন কে  রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আটোয়ারী শাখা আনুষ্ঠানিকভাবে সম্মান প্রদর্শন সহ  ফুলেল সংবর্ধনা দেওয়া হয় তাকে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে  সংবর্ধনা টি আয়োজন করা হয়। এ সময় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জ্যোতিষ চন্দ্র বর্মন সহ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) আটোয়ারী শাখার ব্যবস্থাপক সফিউল হক, রাকাব মির্জাপুর শাখা ব্যবস্থাপক  আবু জাফর মোঃ সালাম প্রমুখ। জ্যাতিষ চন্দ্র বর্মন বলেন আমরা বাংলাদেশ কে বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্রেের জন্য দীর্ঘ ৯মাস রক্তক্ষয়ি যুদ্ধে অংশগ্রহণ করে দেশের আকাশে লাল সবুজের পতাকা  উড়িয়ে ছি। দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে যেমন মুক্তিযুদ্ধ করেছিলাম-ঠিক তেমনি কাকা (চাচা’র) লক্ষাধীক টাকার খেলাপী ঋণটি পরিশোধ করেছি। আর এটা আমার একটি নৈতিক দায়িত্বও বটে।সেই দায়িত্বের জায়গাটি থেকে ঋণ পরিশোধ করেছি। 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, বীর মুক্তিযোদ্ধা জ্যোতিষ চন্দ্র বর্মনের দেশের প্রতি ভালোবাসার টানে দেশান্তরী চাচার লক্ষাধীক টাকার খেলাপী ঋণ পরিশোধ করে সমাজে প্রশংসিত হয়েছেন।

এসময় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ জাহাঙ্গীর আলম, আরডিও জাকিরুল ইসলাম ও ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।  

 

মন্তব্য করুন