বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৫ জুন, ২০২৪, ০৭:২১ পিএম

অনলাইন সংস্করণ

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

ছবি: রূপালী বাংলাদেশ

বাগেরহাটের চিতলমারীতে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, দেশের বাইরে পাচারকৃত অর্থ ফেরৎ আনা, দেশ ব্যাপী লুটপাট বন্ধসহ বিভিন্ন দাবীতে বিক্ষোভ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চিতলমারী উপজেলা শাখার উদ্যোগে শনিবার (১৫ জুন) বিকাল ৫ টায় সদর বাজারের প্রধান সড়কে এ বিক্ষোভ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়। 

এসময় উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড খান সেকেন্দার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের সদস্য কমরেড কাজী সোহরাব হোসেন, কেন্দ্রীয় ক্ষেত-মজুর সমিতির সহ-সভাপতি কমরেড মৃন্ময় মন্ডল, জেলা কমিটির সদস্য কমরেড মনিরুজ্জামান মনির সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

মন্তব্য করুন