
প্রকাশিত: ১৭ মে, ২০২৪, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
দেশের ৫ভাগ মানুষও ভোট কেন্দ্রে যায় না এখন, বিএনপি জনগন কে সাথে নিয়ে ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়-নিতাই রায় চৌধুরী। আজ শুক্রবার (১৭ মে) সকালে দলটির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ঝিনাইদহের শৈলকুপায় ভোট বর্জনের লিফলেট বিতরন কর্মসূচী পালন করে বিএনপি।
কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেন, ‘আমরা গত পার্লামেন্ট নির্বাচন বর্জন করেছি, উপজেলা নির্বাচন বর্জন করেছি, কেন একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল নির্বাচনে যায় না । আমরা তো বিপ্লবী পার্টি নয়, বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় না। আমরা নির্বাচনের মাধ্যমে জনগন কে সাথে নিয়ে ক্ষমতায় যেতে চায় । কিন্তু এই সরকার বাংলাদেশে নির্বাচনের ব্যবস্থা, ভোটের ব্যবস্থা, বিচার ব্যবস্থা সবকিছু ধ্বংস করে দিয়ে, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে জনগনের উপর তারা জুলুম-নির্যাতন চালিয়ে যাচ্ছে’ ।
তিনি আরো বলেন ‘সরকার কখনো বিনা ভোটে কখনো রাতের ভোটে ক্ষমতায় এসেছে । বাংলাদেশের ৯৫ ভাগ জনগন ভোট বর্জন করেছে, ৫ ভাগ মানুষও ভোট কেন্দ্রে যায় না। আমরা উপজেলা নির্বাচন বর্জনের ডাক দিয়েছি, এই সরকারের অধীনে আর কোন নির্বাচন হবে না, সরকারের পতনই আমাদের একমাত্র লক্ষ’ ।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড.আব্দুল মজিদ, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন সহ প্রায় আরো অনেক নেতাকর্মী এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
উল্লেখিত, ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে গত দেড় দশকের মধ্যে এটাই ছিল শৈলকুপা শহরে বিএনপির প্রকাশ্যে কর্মসূচী।
মন্তব্য করুন