
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৪, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ
ময়মনসিংহের ত্রিশালে সাধারন শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেড় ঘন্টা অবরোধ করে রাখে। বুধবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তারা সরকারি নজরুল একাডেমী গেইটের পাশে তারা এই অবরোধ কর্মসূচী পালন করে। কোটাবিরোধী আন্দোলন এবং মঙ্গলবার দেশব্যাপী কয়েকজন শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে তারা এই কর্মসূচী পালন করে। পরে দুপুর সোয়া ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হলে অবরোধকারি শিক্ষার্থীরা অবরোধ তোলে নেয়।
এ সময় ত্রিশাল থানার ওসি কামাল হোসেন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন