
প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ
আবু ছাইদ, চিলাহাটি প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলায় নতুন ইউএনও এবং পৌর প্রশাসক হিসেবে যোগদান করলেন শায়লা সাঈদ তন্বী। এবং একইদিনে বদলি জনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাজমুল আলম বিপিএএ'।
বুধবার ৭ই মে বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলাবাসীর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে । সেখানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী ইউএনও ও পৌর প্রশাসক নাজমুল আলম বিপিএএ।
বিদায় সংবর্ধনা শেষে উপজেলা পরিষদ চত্বরে বিদায়ী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ'কে 'গার্ড অব অনার' প্রদান করেন উপজেলা স্কাউটসের সদস্যরা।
এরপর সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শায়লা সাঈদ তন্বীকে স্বাগত জানিয়ে দায়িত্বভার হস্তান্তর করেন সদ্য বিদায়ী ইউএনও নাজমুল আলম বিপিএএ।
সুত্র জানায়, বিদায়ী ইউএনও নাজমুল আলম বিপিএএ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি হওয়ায় তার স্থলাভিষিক্ত হয়েছেন শায়লা সাঈদ তন্বী।
রংপুর বিভাগীয় সহকারী কমিশনার আজিজ সারতাজ জায়েদ কর্তৃক স্বাক্ষরিত অফিস আদেশে বদলি ও পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।
ডোমারে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তম্বী যোগদান ও সদ্য বিদায়ী ইউএনও নাজমুল আলম বিপিএএ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের সহ-সভাপতি কোহিনূর ইসলাম, উপজেলা স্কাউটসের কমিশনার নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক হারুন অর রশীদ হারুন, কার্য নির্বাহী সদস্য মায়েদুল হক বসুনিয়া তুর্য্য চৌধুরী, ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সামছুদ্দিন হোসাইনী, সহ-সভাপতি আমিনুল হক বাবু, শালকী মুক্ত মহাদলের সভাপতি ও সাবেক অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু প্রমুখ।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তম্বী'র নেতৃত্বে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হোক এই প্রত্যাশা করেন সুধীজনেরা।
এছাড়াও সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ'র নতুন কর্মস্থলে সাফল্যের পাশাপাশি তার আগামীর দিনগুলো হোক সুন্দর মসৃন এই প্রত্যাশা ব্যক্ত করে দোয়া ও শুভকামনা জানিয়েছেন উপস্থিত সকলেই।
মন্তব্য করুন