
প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
রনজিত রায় , নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: :
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা শাখা কার্যালয়ে মঙ্গলবার (৬ মে ) নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে নবাবগঞ্জ উপজেলা শাখা কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান , প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একাত্তর চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা আহবায়ক জনাব আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এবি পার্টি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল বাসেত মারজান বক্তব্য বলেন- সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে আগামীর রাষ্ট্র গড়তে চায় এবি পার্টি । প্রতিকূল পরিস্থিতির শত বাঁধা পেরিয়ে ধীরে ধীরে জনপ্রিয় দল হয়ে উঠছে এবি পার্টি। তিনি এবি পার্টি র ছায়া তলে সবাই কে এক্যবদ্ধ হওয়ার আহবান জানান।,
ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এবি পার্টি র আহবাহক জনাব অধ্যক্ষ শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবাহক নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা শাহিনুর রহমান শাহিন, জেলা সদস্য সচিব মেহেদী হাসান চৌধুরী পলাশ, উপজেলা যুগ্ন আহবাহক জনাব গোলাম সারোয়ার,দিনাজপুর জেলা যুব পার্টির সিনিয়র যুগ্ন আহবাহক জনাব সাইদুর রহমান সুমন, সদস্য সচিব হাদিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, ঘোড়াঘাট এবি পার্টি র সহ সমন্নয়ক শরিফুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা যুব পার্টির আহবাহক রবিউল ইসলাম সদস্য সচিব বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক নিরন্জন কিসকু,আলমগীর হোসেন, ঘোড়াঘাট উপজেলা সদস্য সচিব মেহেদী হাসান, মাহফুজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
মন্তব্য করুন