প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৮:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

ফলোআপঃ কৃষি প্রণোদনা কেনাকাটায় অনিয়মের সংবাদ প্রকাশের জেরে তদন্ত কমিটি গঠন

 

 

 শেরপুর  প্রতিনিধি :

 শেরপুরের শ্রীবরদী উপজেলা কৃষি বিভাগের প্রণোদনার কেনাকাটায় অনিয়নের সংবাদ প্রকাশের জেরে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন ময়মনসিংহ বিভাগীয় কৃষি কার্যালয়ের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু। তবে তদন্ত কমিটিতে কে কে রয়েছে তা জানাতে অপারগতা প্রকাশ করেন।

উল্লেখ্য গত ৫ মে দৈনিক বর্তমান দেশ বাংলা  পত্রিকায় কৃষি প্রণোদনা ক্রয়ে মানা হয়নি সরকারি ক্রয়নীতি শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনার ঝর উঠে। এ প্রেক্ষিতে কৃষি বিভাগ ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক ড. সালম লাইজু বিষয়টি গুরুত্ব অনুধাবন করে তদন্ত করে রিপোর্ট প্রেরণ করার জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন দেন। তবে তদন্ত কমিটির সদস্যদের নাম তিনি জানায়নি। 

মন্তব্য করুন