
প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে তারুন্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে দুপুর ১২ টায় দলীয় কার্যালয়ে পৌর যুবদলের আহবায়ক আলতাফ হোসেনের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুব দলের সদস্য সচিব মোঃ রুহুল আমিন মুক্তার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক একেএম রওশন উল ইসলাম, যুগ্ম আহবায়ক দেওয়ান মোস্তাকিম আহমেদ নিপু, মোঃ রুবেল হোসেন, ধামইরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনারুল ইসলাম, ইসবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি তৌফিক হোসেন, আগ্রাদ্বিগুন ইউনিয়ন যুবদলের সাধারণ হারুনুর রশীদ, জাহানপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদি হাসান শাহীন, ধামইরহাট ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মোসাদ্দেকুর রহমান, আড়ানগর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন, আলমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবু হানিফ, উমার ইউনিয়ন যুবদলের সহ সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আতোয়ার রহমান, ধামইরহাট পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আবু বক্কর প্রমুখ। বক্তাগণ আগামী ২৪ মে বগুড়ার সমাবেশে সর্বোচ্চ সংখক উপস্থিতি কামনা করেন।
মন্তব্য করুন